৩৬ মামলার ৩৪টিতে জামিন পেলেন খালেদা - বঙ্গ সমাচার ৩৬ মামলার ৩৪টিতে জামিন পেলেন খালেদা - বঙ্গ সমাচার

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

৩৬ মামলার ৩৪টিতে জামিন পেলেন খালেদা

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়ে দায়ের করা মানহানি মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়েছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে গত এক সপ্তাহে তিনটি এবং মোট ৩৪টি মামলায় জামিন পেলেন তিনি।

ফলে আর মাত্র দুটি মামলায় জামিন পেলেই বেগম জিয়ার মুক্তি পেতে আইনি কোনো বাধা থাকবে না। বেগম জিয়ার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে।

আর কয়টি মামলায় জামিন পেলে বেগম জিয়া কারামুক্ত হবেন এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট বক্তব্য দিতে রাজি না হলেও তারা বলছেন, সরকার চাইলে সহসায় মুক্তি পাবেন বেগম জিয়া। এদিকে মানহানির মামলায় জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে আরো ৬ মামলায় জামিন নেয়ার প্রয়োজন ছিলো। এ ছয় মামলার মধ্যে মানহানি, নাশকতার চার মামলায় উচ্চ আদালত থেকে জামিন হওয়ায় আশার আলো দেখছেন তার আইনজীবীরা।

তবে আর কয়টি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হবেন এ বিষয়ে জানাতে কৌশলের আশ্রয় নিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা জানান, সরকার চাইলে সহসায় মুক্তি পাবেন বেগম জিয়া।

বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বেগম জিয়ার নামে প্রকৃতপক্ষে কয়টা মামলা আছে সেটা আইন মন্ত্রণালয় বা কারা কর্তৃপক্ষ ভালো জানে। আমি উনার আইনজীবী হিসেবে পেশাদারিত্বের খাতিরে এটা বলবো না।’

বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সরকার যদি তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে আটকে না রাখে তাহলে বেগম খালেদা জিয়া সহসাই মুক্তি পাবে।’

এদিকে, ঢাকার মানহানির মামলায় বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বেগম জিয়ার আইনজীবীদের একটি অংশ জানিয়েছে, কুমিল্লায় বাস পুড়িয়ে ৮ জনকে হত্যা এবং নাশকতার দুই মামলায় জামিন পেলেই বেগম জিয়ার মুক্তি পেতে আইনি কোনো বাধা থাকবে না। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩৪টিতেই জামিনে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com