মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত নির্মাণ করলেন ডেসকোর নতুন বিজ্ঞাপন-চিত্র। গতকাল ঢাকা ও টংগীর বিভিন্ন লোকেশনে সুটিং শেষ করলেন তিনি। বিজ্ঞাপনের মডেল হলেন মডেল ও অভিনেত্রী অপ্সরা সুহি,ঝুনা চৌধুরী,আজরা জেবিন তুলি,শিখা খান ও মারিয়া গোমেজ।
জি.এম সৈকত বলেন,বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি সংস্থা ডেসকোর এটা আমার ২য় বিজ্ঞাপন। মাত্র সাত দিনে ঘরে বসে অনলাইনে কিভাবে বাড়ীর বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় এই বিষয়ের উপর বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
Leave a Reply