শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। কিন্তু কত আর ঘরে বসে থাকা! কবে এ ভাইরাসের প্রকোপ কাটবে- সেটিও অনিশ্চিত। তাই বাধ্য হয়ে স্বাভাবিক সময়ের মতোই নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন এ অভিনেত্রী।
কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। যদিও স্বাস্থ্যবিধি মেনে খুবই সতর্কতার সঙ্গে শুটিং করছেন বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন শুটিং করেছেন বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’র।
গতকাল থেকে শুটিং শুরু করেছেন মশিউর রহমান পরিচালিত একক নাটক ‘সরল রেখা’র। এ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এদিকে গতকাল থেকে বাংলাভিশনে নাদিয়া অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’র প্রচার শুরু হয়েছে।
এছাড়া নাগরিক টিভিতে সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, অনিরুদ্ধ রাসেলের (পরিচালক পরিবর্তিত হবে) ‘চাঁদের হাট’, বাংলাভিশনে শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’ ও নতুন নাটক ‘মধুপুর’-এর কাজও শুরু করেছেন এ অভিনেত্রী। আগামীকাল মীর সাব্বিরের নির্দেশনায় নতুন একটি তথ্যচিত্রে কাজ করার কথাও জানিয়েছেন নাদিয়া।
Leave a Reply