করোনাকালেও ব্যস্ত নাদিয়া - বঙ্গ সমাচার করোনাকালেও ব্যস্ত নাদিয়া - বঙ্গ সমাচার

সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

করোনাকালেও ব্যস্ত নাদিয়া

অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। কিন্তু কত আর ঘরে বসে থাকা! কবে এ ভাইরাসের প্রকোপ কাটবে- সেটিও অনিশ্চিত। তাই বাধ্য হয়ে স্বাভাবিক সময়ের মতোই নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন এ অভিনেত্রী।

কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। যদিও স্বাস্থ্যবিধি মেনে খুবই সতর্কতার সঙ্গে শুটিং করছেন বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন শুটিং করেছেন বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’র।

গতকাল থেকে শুটিং শুরু করেছেন মশিউর রহমান পরিচালিত একক নাটক ‘সরল রেখা’র। এ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এদিকে গতকাল থেকে বাংলাভিশনে নাদিয়া অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’র প্রচার শুরু হয়েছে।

এছাড়া নাগরিক টিভিতে সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, অনিরুদ্ধ রাসেলের (পরিচালক পরিবর্তিত হবে) ‘চাঁদের হাট’, বাংলাভিশনে শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’ ও নতুন নাটক ‘মধুপুর’-এর কাজও শুরু করেছেন এ অভিনেত্রী। আগামীকাল মীর সাব্বিরের নির্দেশনায় নতুন একটি তথ্যচিত্রে কাজ করার কথাও জানিয়েছেন নাদিয়া।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com