মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন
নওগাঁয় জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ওই হাজতির নাম সাজু (২৫)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতি সাজু নওগাঁ শহরের উকিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান বলেন, গত ১৭ জুলাই মাদক মামলায় কারাগারে আসেন সাজু। এর আগেও তিনি তিনবার কারাগারে ছিলেন। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই বমি করে অসুস্থ হয়ে পড়েন সাজু। এরপর তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে সাজুর মরদেহ।
Leave a Reply