বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজশাহী বিভাগে ছয় দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগের বগুড়ায় মৃত্যু হয় তার। এর আগে ২৯ অক্টোবর রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছিল। বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ৩২১ জন।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেছেন রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪১ জন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২১৪ জন। এদের মধ্যে ১৯ হাজার ৯৬০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।
Leave a Reply