শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: পাঁচ দলের টি ২০ টুর্নামেন্টের জন্য ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ ও ১০ নভেম্বর দু’দিন ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে।
সাকিবের আজ মধ্যরাতে দেশে ফেরার কথা। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তিনি ফিটনেস পরীক্ষা দিতে পারবেন। মাশরাফি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। মাশরাফির স্ক্যান করানোর কথা রয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর তার ফিটনেস টেস্ট নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।
ফিটনেস টেস্ট নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যারা প্রেসিডেন্টস কাপে খেলেছে এবং এইচপিতে আছে তাদের ফিটনেস টেস্ট তো নেয়াই আছে। এজন্য আর নেয়ার প্রয়োজন হচ্ছে না।’ তবে মাশরাফির স্ক্যান রিপোর্ট ভালো হলে তার ফিটনেসের ব্যাপারে কিছুটা ছাড় দেবেন নির্বাচকরা। ফিটনেস টেস্টে পাস করা ক্রিকেটারদের ড্রাফটে রাখা হবে।
Leave a Reply