বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
গাজীপুরে বালির ট্রাকের সঙ্গে একটি গরুর ট্রাকের ধাক্কা লেগে এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ শনিবার ভোরে শ্রীপুরের মাওনা ফ্লাইওভারে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যবসায়ীরা জামালপুর থেকে ট্রাকে করে ঢাকায় গরু নিয়ে যাচ্ছিলেন। মাওনা ফ্লাইওভারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হন। পরে হাসপাতালে নিলে একজন মারা যায়।
মাওনা হাইওয়ে থানার এসআই হরিপদ সাংবাদিকদের জানান, হতাহত সবাই জামালপুরের গরু ব্যবসায়ী। ট্রাকে থাকা ১৫টি গরু নিহত খোকার ব্যবসায়িক অংশীদার মো. বাবুল শেখ ও রহমত আলীর হেফাজতে দেওয়া হয়েছে।
Leave a Reply