আপনার রাশি - বঙ্গ সমাচার আপনার রাশি - বঙ্গ সমাচার

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

প্রত্যেক মানুষই তার জীবনের একটা না একটা শ্রেষ্ঠ সময় কাটায়। প্রিয় মেষ, নিজের বর্তমানের দিকে তাকান। কেননা, এখন আপনি কিছু উল্লেখযোগ্য কাজ করবেন। ফলাফলের দিকে তাকানোর প্রয়োজন নেই। কাজ করে যান।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

রবীন্দ্রনাথের গানে নিজের প্রশ্নের উত্তর খুঁজুন: আমারে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন। অর্থাৎ, এ সপ্তাহে যে আপনাকে কষ্ট দেবে…সে নিজেও কষ্ট পাওয়া থেকে রেহাই পাবে না। কল্যাণ হোক আপনার!

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

কঠিন কাজটিকে চলতি সপ্তাহে অগ্রাধিকার দিন। সহজ কাজগুলো সহজেই হয়ে যাবে।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে আপনার জীবনে কিছু নাটকীয়তা আছে। এটাকে পজিটিভ অর্থে গ্রহণ করুন।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

ইংরেজিতে ক্রিটিক্যাল বলে একটা কথা আছে। এর অর্থ বুঝে নিলেই চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা আপনি ধরতে পারবেন। বর্তমান সময়টাকে গুরুত্ব দিন, সঠিক সিদ্ধান্ত নিন, তাহলেই আপনার সাফল্য আসবে। বিনা শ্রমে পুরস্কার পাওয়া যায় না। শুভ হোক!

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

চলতি সপ্তাহে পরকে আপন করে নেওয়ার চেষ্টা করুন। তাহলেই প্রকারান্তরে আপনার নিজের কল্যাণ হবে।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আগুনের ওপর দিয়ে নির্বিঘ্নে হেঁটে যেতে পারলে আপনি নিশ্চয়ই জয়ী হবেন। আপনার প্রচেষ্টার প্রতি আমাদের শুভকামনা রইল।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

খুবই উল্লেখযোগ্য হবে আপনার চলতি সপ্তাহটি। এ সপ্তাহে আপনি আপনার প্রায় প্রতিটি কাজেই সাফল্য পাবেন। তাহলে দুশ্চিন্তার তো আর কিছুই রইল না।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

সপ্তাহটা গতানুগতিকভাবেই কাটবে, তবুও এর মধ্যে প্রচুর সাফল্যও থাকবে। নিজের চেষ্টার মধ্যে ধৈর্য বজায় রাখাটা খুবই জরুরি।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতি সপ্তাহে আপনি কঠিনকে সহজ করে নিতে সক্ষম হবেন। সামনের দিকে তাকান, সামনে এগিয়ে যান।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

সিদ্ধান্তহীনতাকে পরিহার করুন। হ্যাঁ বা না—যেকোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিন। কথা দিচ্ছি, আপনি বিফল হবেন না।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

খুবই উল্লেখযোগ্য একটি সপ্তাহ কাটবে আপনার। গভীর ধ্যান দিয়ে হাতের কাজ করতে থাকুন। নিশ্চয়ই আপনার সাফল্য আসবে।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com