শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে দুনিয়াতে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসুল। তারা প্রথমেই নিজ পরিবার-পরিজনের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। অতঃপর নিজ কাওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনি সব নবী-রাসুলই তাদের নিজ আত্মীয়-স্বজন এবং কাওম সম্প্রদায়ের জন্য দোয়া করেছিলেন। যেন আল্লাহ তাআলা তাদের আত্মীয়-স্বজন ও সম্প্রদায়কে সঠিক পথ ও হেদায়েত দান করেন।
প্রিয়নবী (সা:) নিজ সম্প্রদায়ের জন্য দোয়া করেছিলেন। যা মুসলিম উম্মাহর জন্য শিক্ষা ও করণীয়। হাদিসে এসেছে, নবী করিম (সা:) নিজ সম্প্রদায়ের জন্য যে দোয়া করেছিলেন তা ছিল এমন-
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।’
অর্থ: হে আল্লাহ! তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও। কারণ তারা জানেনা (অজ্ঞ)।’
সুতরাং প্রত্যেক ব্যক্তিই তার নিজ পরিবার, বংশ, সমাজ ও আত্মীয়-স্বজনের জন্য প্রিয়নবীর শেখানো পদ্ধতিতে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা এ দোয়ার বরকতে কাঙ্ক্ষিত ব্যক্তিদের সঠিক পথ দান করার পাশাপাশি রহমত কল্যাণ ও মাগফেরাত দান করতে পারেন।
Leave a Reply