মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
সৌদি আরবে বাংলাদেশি আরো চার হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ চারজন হজযাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান।
এই চার হজযাত্রী হলেন, ঢাকার ডেমরার দুলালপুরের মো. আবদুল আওয়াল (৫৫) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৯৬৪১৪৫), সিরাজগঞ্জের এনায়েতপুরের মোসাম্মদ পারভিন ইসলাম (৩৯) (পাসপোর্ট নম্বর বিএন ০২৩০৬৮২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ আহমদ (৭২) (পাসপোর্ট নম্বর বিপি ০১৮৫৩১৮), কুমিল্লা জেলার বরুড়ার ভুঁইয়াবাড়ির সুলতান আহমদ (৭১) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৮৮৩৮০৪)
তথ্যমতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে মক্কায় ২৩, মদিনায় পাঁচ, জেদ্দায় একজনসহ মোট ২৯ বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
Leave a Reply