সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। সম্প্রতি স্বাক্ষর হওয়া এই চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড মেম্বাররা শূন্য শতাংশ হারে ‘ফ্লেক্সিবাই’ কিস্তিতে দেশের যেকোনো রানার আউটলেট থেকে মোটরসাইকেল কিনতে পারবেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।
এতে বলা হয়েছে, সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম এবং রানার অটোমোবাইলসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সনৎ দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব মার্চেন্ট বিজনেস আরিফুর রহমান এবং রানার অটোমোবাইলসের অ্যকাউন্টস এবং ফিন্যান্স ম্যানেজার আমির হোসেন খান, হাসনাত বিন মঈনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply