‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে সমর্থকদের প্রতি অবিচার হবে’ - বঙ্গ সমাচার ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে সমর্থকদের প্রতি অবিচার হবে’ - বঙ্গ সমাচার

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে সমর্থকদের প্রতি অবিচার হবে’

 স্পোর্টস ডেস্ক :

সীমান্ত নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের দীর্ঘদিন ধরেই সম্পর্ক অবনতির দিকে। রাজনৈতিক এ বাজে সম্পর্কের প্রভাব পড়েছে দুই দেশের খেলাধুলায়।

৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আগস্টে পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। ভারতের এমন ঘোষণার পর পাকিস্তান জানায়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

ভারতের কারণেই এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলংকায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলংকায়। যে কারণে পাকিস্তানও চায় তারা বিশ্বকাপের ম্যাচ ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে।

এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে প্রতিবেশী দুই দেশের এমন অবস্থা প্রসঙ্গে পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মিসবাহ-উল-হক ও শহিদ আফ্রিদি মনে করেন, পাকিস্তান যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে সমর্থকদের প্রতি অবিচার হবে।

ইএসপিএনক্রিকইনফোকে পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ বলেন, অন্যান্য খেলাগুলোতে যখন ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে তাহলে ক্রিকেটে কেন নয়? ক্রিকেটের সঙ্গে রাজনীতির কিসের সম্পর্ক? পাকিস্তান যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, দুই দলের সমর্থকদের জন্যই এটা অবিচার হবে।

একই সুরে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তিনি বলেন, এখানে চাপ আছে, কিন্তু চাপের মধ্যে খেলার আনন্দও আছে। লোকজন বলছে বিশ্বকাপ বয়কট করতে। আমি সম্পূর্ণ এর বিরুদ্ধে। পাকিস্তানের ভারতে যাওয়া এবং বিশ্বকাপ জিতে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com