মেটার বিরুদ্ধে সারাহ সিলভারম্যানের মামলা - বঙ্গ সমাচার মেটার বিরুদ্ধে সারাহ সিলভারম্যানের মামলা - বঙ্গ সমাচার

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

মেটার বিরুদ্ধে সারাহ সিলভারম্যানের মামলা

আইটি ডেস্ক :

জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেত্রী সারাহ সিলভারম্যানসহ তিনজন লেখক মেটা ও ওপেনএআই’র বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছেন। সম্প্রতি স্যান ফ্রানসিসকোর ফেডারেল আদালতে এ মামলা করেন সিলভারম্যান, রিচার্ড কাডরে ও ক্রিস্টোফার গোল্ডেন। আর এতে অভিযোগ তোলা হয়, ফেসবুকের মালিক কোম্পানি মেটা ও চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই এদের কপিরাইট করা কনটেন্ট ব্যবহার করে তাদের তৈরি চ্যাটবটগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।

ব্যবহারকারীর প্রম্পটের সহায়তায় ‘বাস্তবসম্মত জবাব দিতে সক্ষম’ অ্যাপ তৈরির লক্ষ্যে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করলে চ্যাটবটগুলোর নির্মাতারা যে আইনি ঝুঁকির মুখে পড়বেন, এ মামলার মাধ্যমে সেটিই উঠে এসেছে। রয়টার্স। সিলভারম্যান, কাডরে ও গোল্ডেনের অভিযোগ, কোম্পানিগুলো অনুমতি না নিয়েই তাদের বই ব্যবহার করে তথাকথিত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি করেছে।

মেটার বিরুদ্ধে মামলার বাদীরা অভিযোগ তোলেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাসংশ্লিষ্ট ফাঁস হওয়া তথ্য থেকে দেখা গেছে, তাদের লেখা বই থেকে কনটেন্ট নিয়ে চ্যাটবটগুলোর প্রশিক্ষণে কোনো অনুমতি ছাড়াই ব্যবহার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com