বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায় - বঙ্গ সমাচার বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায় - বঙ্গ সমাচার

রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:০১ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায়

অনলাইন ডেস্ক :

বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ অক্টোবর) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন অক্টোবর ও নভেম্বর মাসে সাগরে সিস্টেম তৈরি হয়। সেখান থেকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সব বড় বড় ঘূর্ণিঝড় অক্টোবর ও নভেম্বর মাসে তৈরি হয় বলে জানান এ আবহাওয়াবিদ।

এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।’

নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই।’

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com