নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের সামনে সরকারবিরোধী বিক্ষোভ - বঙ্গ সমাচার নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের সামনে সরকারবিরোধী বিক্ষোভ - বঙ্গ সমাচার

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের সামনে সরকারবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ছয় মাস আগেও এসব বিক্ষোভকারী পার্লামেন্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছিল। সেই সময় সেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়। খবর ভয়েজ অব আমেরিকার।

‘ফ্রিডম অ্যান্ড রাইটস কোয়ালিশন’- এ বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভে অংশ নিতে সারা দেশ থেকে মানুষ রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের মাঠে জড়ো হয়েছে।

বিক্ষোভকারীরা এ সময় কোভিড-১৯ বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়ার দাবি করেন।

হ্যামিলটন শহরের কাছ থেকে বিক্ষোভে অংশ নিতে আসা ড্যানি হানিফ বলেন, আমাদের সরকার আসলে আমাদের জন্য কাজ করছে না।

বিক্ষোভকারীদের আটকাতে পার্লামন্টের সামনে বেষ্টনী দেওয়া হয়েছে। এ ছাড়া প্রচুর পুলিশ পার্লামেন্টে ঘিরে অবস্থান নিয়েছে।

এর আগে গত মার্চ মাসে করোনাভাইরাসের টিকা গ্রহণের বাধ্যবাধকতার বিরুদ্ধে পার্লামেন্টের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা।

যে কারণে রাজধানীতে কয়েক সপ্তাহ জনজীবনে বিঘ্ন ঘটেছিল। পুলিশ ওই সময় জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com