সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
একটি হোটেল রুম থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প তদারকি করার জন্য চলতি বছরের শুরুতে তাকে এ পদে বসানো হয়েছিল।
শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।
সিএনএ জানায়, সামরিক বাহিনীর মালিকানাধীন চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপপ্রধান ও ইয়াং লি-শিং দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলে মারা গেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ বলছে, ৫৭ বছর বয়সি ও ইয়াং হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন এবং হোটেল রুমে কোনো ধরনের ‘অনুপ্রবেশের’ চিহ্ন পাওয়া যায়নি। ওই কর্মকর্তার পরিবার জানায়, তার হার্টে রোগের ইতিহাস ছিল এবং একটি কার্ডিয়াক স্টেন্ট ছিল।
ও ইয়াং দ্বীপের দক্ষিণাঞ্চলের পিংতুং এলাকায় ব্যবসা সংক্রান্ত একটি সফরে ছিলেন।
সিএনএ জানায়, বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প তদারকি করার জন্য তাকে কোম্পানিটির উপপ্রধানের পদে বসানো হয়েছিল।
সামরিক মালিকানাধীন চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা দ্বিগুণের বেশি বাড়াতে কাজ করছে। চীনের সামরিক হুমকির মুখে দ্বীপটি চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধের সক্ষমতা বাড়াতে।
Leave a Reply