মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবারও নিউমার্কেটের ব্যবসায়ীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বিভিন্ন সড়কে শত শত যান আটকা পড়ে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যান চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে শত শত যান আটকা পড়ে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর সড়কে যানজট বেশি হওয়ায় অন্যসড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন চালানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অন্য এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মিরপুর সড়কে চাপটা বেশি ছিল।
Leave a Reply