প্রেমিকের ওপর দুই সন্তানের জননীর অ্যাসিড নিক্ষেপ! - বঙ্গ সমাচার প্রেমিকের ওপর দুই সন্তানের জননীর অ্যাসিড নিক্ষেপ! - বঙ্গ সমাচার

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

প্রেমিকের ওপর দুই সন্তানের জননীর অ্যাসিড নিক্ষেপ!

অনলাইন ডেস্ক :

প্রেম প্রত্যাখ্যানের ‘প্রতিশোধ’ নিতে এবার প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপ করলেন দুই সন্তানের জননী এক গৃহবধূ!

ইদু্ক্কির বাসিন্দা শিবা (৩৫) দুই সন্তানের মা। তার প্রেমিক অরুণ কুমারের বয়স ২৮।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার শিবা অ্যাসিড ছোড়েন অরুণের মুখে। তাতে গুরুতর আহত হয়ে অরুণ এখন তিরুঅনন্তপুরমের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।

শিবা ও অরুণের আলাপ ফেসবুকে। সেখান থেকেই প্রেম। তবে শিবা যে বিবাহিত এবং দুই সন্তানের মা, তা জানতেন না অরুণ।

বিষয়টি সম্ভবত গোপন করে গিয়েছিলেন শিবা নিজেই। প্রকাশ্যে আসতেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা জানিয়ে দেন অরুণ। শিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। আর তাতেই বাধে বিপত্তি।

শিবা প্রথমে অরুণকে হুমকি দিতে শুরু করেন। পরে সম্পর্ক শেষ করার মূল্য হিসেবে টাকাও দাবি করেন অরুণের কাছ থেকে। গত মঙ্গলবার সেই টাকা দিতেই অরুণ শিবার সঙ্গে দেখা করতে আসেন আদিমালীর একটি গির্জায়। সেখানেই অ্যাসিড ছুড়ে হামলা করেন শিবা।

ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে রোববার। তাতে দেখা গেছে, গির্জা চত্বরে এক বন্ধু এবং ভগ্নিপতির সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অরুণ। আচমকাই পেছন থেকে অরুণকে অ্যাসিড নিক্ষেপ করেন শিবা।

পুলিশ বাদী হয়ে শিবার বিরুদ্ধে মামলা করেছে। পরে রোববার শিবাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com