বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
চলতি বছরের ডিসেম্বর মাসেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে চিত্রনায়িকা রোজিনার। এ মাসে মুক্তি পাবে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। সিনেমাটির গল্পও তার লেখা। এরই মধ্যে যাবতীয় কাজ শেষ করেছেন তিনি। শিগ্গির এটি সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘শুটিং আগেই শেষ করেছি। ২৭ সেপ্টেম্বর ডাবিংয়ের কাজটিও শেষ হয়েছে। এখন কিছু কারিগরি কাজ বাকি আছে। আশা করছি এগুলো অল্প সময়ের মধ্যেই শেষ করতে পারব।
যুদ্ধ শুরু হওয়ার পর অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সেসব স্মৃতিতে অসংখ্য গল্প জমা হয়ে আছে। তাই বাস্তব কিছু ঘটনা নিয়েই সিনেমাটি নির্মাণ করছি। তা ছাড়া মুক্তিযুদ্ধের অনেক ঘটনাই এখনো অজানা এ প্রজন্মের মানুষের। যুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার অনেক দিনের। আশা করি একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।’ এদিকে ‘ফিরে দেখা’ মুক্তির পর নতুন সিনেমার কাজও শুরু করবেন বলে জানিয়েছেন রোজিনা।
তিনি বলেন, ‘এরই মধ্যে একটি গল্প তৈরির কাজও শুরু করেছি। প্রথম সিনেমাটি মুক্তির পরই নতুনটির কাজে হাত দেব। তবে সেটি অন্য ধরনের গল্পের সিনেমা হবে। প্রাথমিকভাবে অভিনয়শিল্পীর তালিকাও তৈরি করা আছে আমার। তবে তা এখনই প্রকাশ করব না।’
Leave a Reply