মাহেন্দ্রক্ষণে মণিপুরী থিয়েটার - বঙ্গ সমাচার মাহেন্দ্রক্ষণে মণিপুরী থিয়েটার - বঙ্গ সমাচার

সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

মাহেন্দ্রক্ষণে মণিপুরী থিয়েটার

বিনোদন প্রতিবেদন :

সিলেটের প্রশংসিত নাটকের দল মণিপুরী থিয়েটারের রজতজয়ন্তী ছিল ২৬ সেপ্টেম্বর। ‘মেঘ-বৃষ্টি-রোদ’ নাটকটির মধ্য দিয়ে যাত্রা শুরু করা দলটি ২৫ বছরে নাট্যপ্রযোজনা ছাড়াও পালা, গান, নৃত্য, সাহিত্য, গবেষণা, পাঠচর্চাসহ নানান ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। প্রতি বছর মণিপুরীদের উৎসবের মঞ্চ পরিবেশনা, নাট্যোৎসব, কর্মশালা ও সেমিনার আয়োজন, নিয়মিত থিয়েটার ও সাহিত্যপত্রিকা প্রকাশ ইত্যাদি কার্যক্রম ছাড়াও মণিপুরী থিয়েটারের রয়েছে বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ৩২টি প্রযোজনা। জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য উৎসবে দেশে এবং দেশের বাইরে নাট্যমঞ্চায়ন করেছে দলটি। দলটির সভাপতি হিসেবে শুভাশিস সিনহা এবং সাধারণ সম্পাদক হিসেবে জ্যোতি সিনহা দায়িত্ব পালন করছেন।

কহে বীরাঙ্গনা, শ্রীকৃষ্ণকীর্তন, ধ্বজো মেস্তরীর মরণ, দেবতার গ্রাস, লেইমা, ভানুবিল, ইঙাল আধার পালা, হ্যাপি ডেজ, ও মন পাহিয়া দলটির উল্লেখযোগ্য প্রযোজনা। শিশুদের নিয়েও নিয়মিত নাটক মঞ্চায়ন করে মণিপুরী থিয়েটার।

মণিপুরী থিয়েটার ২০১০ সালে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নির্মাণ করে প্রথম গ্রামীণ থিয়েটার স্টুডিও নটমণ্ডপ। এখানে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়িত হয়। রজতজয়ন্তীর দিনে মণিপুরী থিয়েটারের নটমণ্ডপ থেকে একটি অনুষ্ঠান মণিপুরী থিয়েটারের পেজে সরাসরি প্রচার করা হয়। এদিন উদ্বোধন করা হয় মণিপুরী থিয়েটারের ওয়েবসাইটও।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com