মাঠে গড়ায়নি একটি বলও, ২৭ লাখ রুপির বিরিয়ানি খেয়েছে পাকিস্তানের পুলিশ - বঙ্গ সমাচার মাঠে গড়ায়নি একটি বলও, ২৭ লাখ রুপির বিরিয়ানি খেয়েছে পাকিস্তানের পুলিশ - বঙ্গ সমাচার

সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২৬ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

মাঠে গড়ায়নি একটি বলও, ২৭ লাখ রুপির বিরিয়ানি খেয়েছে পাকিস্তানের পুলিশ

স্পোর্টস ডেস্ক :

১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। সফরকে ঘিরে বিপুল আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর নিরাপত্তার অযুহাত দেখিয়ে একটি ম্যাচও না খেলে ফিরে এসেছে কিউইরা। এতে পিসিবির বিপুল পরিমাণ আর্থিক লোকসান হয়েছে।

পাক গণমাধ্যমের খবর, সিরিজ বাতিল হওয়ায় দেড় মিলিয়ন ডলার বা ১৩ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পিসিবি।

একটি বলও যেখানে মাঠে গড়ায়নি তো এতো বড় অংকের খরচ কি হলো – সে প্রশ্নও উঠেছে।

তা খতিয়ে দেখতে যে তথ্য পেল পিসিবি, কিউই সিরিজে মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে বিরিয়ানির পেছনে! সফর সফল করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পিসিবি। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছিল তারা। সিরিজ বাতিল হওয়ার আগ পর্যন্ত মোট ৮ দিন এসব পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আর সেসব পুলিশদের বিরিয়ানি খাওয়াতেই নাকি পিসিবির খরচ হয়েছে ২৭ লাখ রুপি!

এতো অর্থ খরচ করেও পিসিবি চাইছিল নিশ্চিন্ত মনে সিরিজ খেলে যাক সফরকারীরা। কিন্তু একটি বলও মাঠে না গড়ানোয় পুলিশের বিরিয়ানির পেছনে খরচ হওয়া এই অর্থই এখন বেশ ভারী লাগছে পিসিবির কাছে।

কারণ পুলিশকে এত বিরিয়ানি খাইয়েও নিউজিল্যান্ড দলকে বোঝানো গেল না যে, তারা নিরাপদ।

ক্রিকেটারদের নিরাপত্তার জন্য পাঁচজন এসপি ও এএসপিসহ পাঁচশরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছিল পিসিবি। প্রতিদিন তাদের দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয়েছে।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com