বুয়েট ১৯টি ভিন্ন পদে নিয়োগ - বঙ্গ সমাচার বুয়েট ১৯টি ভিন্ন পদে নিয়োগ - বঙ্গ সমাচার

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

বুয়েট ১৯টি ভিন্ন পদে নিয়োগ

অনলাইন ডেস্ক :

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। মোট ১৯টি পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। ডাকযোগে বা সরাসরি গিয়ে করা যাবে আবেদন।

১. ড্রাফটসম্যান, বেতন- ১২৫০০/- থেকে ৩০২৩০/-
২. ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, বেতন- ১২৫০০/- থেকে ৩০২৩০/-
৩. পিএ, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৪. উচ্চমান সহকার, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৫. লাইব্রেরী সহকারী-কাম ডকুমেন্টেশন সহকারী, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৬. ল্যাব: ইনস্ট্রাক্টর-কাম স্টোরকিপার, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৭. ডাটা এন্ট্রি অপারেটর, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৮. ড্রাইভার (ভারী লাইসেন্স), বেতন- ৯৭০০/- থেকে ২৩৪৯০/-
৯. এলডিএ-কাম কম্পিউটার অপারেটর, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১০. হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১১. সহকারী ক্যাশিয়ার, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১২. ড্রাইভার (হালকা লাইসেন্স), বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১৩. ল্যাব. এটেনডেন্ট, বেতন- ৯০০০/- থেকে ২১৮০০/-
১৪. শপ এটেনডেন্ট, বেতন- ৯০০০/- থেকে ২১৮০০/-
১৫. লাইব্রেরি এটেনডেন্ট, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৬. অফিস এটেনডেন্ট, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৭. এমএলএসএস, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৮. গার্ড, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৯. ভেহিক্যাল হেলপার, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের নিয়ম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://regoffice.buet.ac.bd/ -এ থেকে আবেদন করতে হবে অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদনের শেষ সময়: অগামী ১৩ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com