সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ট্রান্সফরমেশনে অবাক ভক্তরা। বব হেয়ারকাট তাকে বেশ স্যুট করেছে বলেই বলছে ইয়ামি ফ্যানেরা। সম্প্রতি হংকং এ ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছেন ইয়ামি। অবশ্য ইয়ামির থেকেও ভাইরাল হয়েছে তার আউটফিট। একটি নীল রঙের টিউব টপ পরা ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। বিকিনি না পরেও যে সমুদ্রের ধারে স্টাইলিশ পোশাকে ঘোরা যায় তা প্রমাণ করে দিলেন ইয়ামি।
প্রসঙ্গত ইয়ামিকে ‘বত্তি গুল মিটার চালু’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বত্তি গুল মিটার চালু’র ট্রেলার। চিত্রনাট্য অনুযায়ী, শাহিদ, শ্রদ্ধা এবং দিব্যেন্দু ছবির মুখ্য তিনটি চরিত্র। সব ঠিকমত চললেই চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।
Leave a Reply