মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
বিজনেস ডেস্ক :
সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ১৯১ পয়েন্ট থেকে। বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৭৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭১ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১৯ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে।
Leave a Reply