সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
বাংলাদেশে পাঁচ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিক রাম সুন্দর পাসমানকে (৪৬) বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
রাম সুন্দর পাসমান ভারতের বিহার জেলার মোজাফফরপুর থানার রাজবাড়ী মিথিয়া গ্রামের পাঁচু পাসমানের ছেলে।
বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা জাফর ইকবাল যুগান্তরকে জানান, ২০১৬ সালের নভেম্বরে ১০ তারিখে অবৈধভাবে পদ্মায় মাছ ধরার জন্য বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন রাম সুন্দর পাসমান। এ সময় রাজশাহী সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি তাকে গ্রেফতার করে। অনুপ্রবেশের দায়ে আদালত তাকে কারাদণ্ড দেন। পরে তাকে রাজশাহী কারাগারে রাখা হয়।
পুলিশের কর্মকর্তা জাফর ইকবাল বলেন, কারাভোগ শেষে পেট্রাপোল সমন্বিত চেক পোস্ট (আইপিসিপি) দিয়ে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির কর্মকর্তা নায়েক সুবেদার জাহাঙ্গীর আলম, ভারতের মহদীপুর ৭০ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এসি শ্রীজিৎ কেপি, বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা জাফর ইকবাল, ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এসআই দেবাশীষ মণ্ডল প্রমুখ।
Leave a Reply