নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর গ্রেফতার চোর - বঙ্গ সমাচার নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর গ্রেফতার চোর - বঙ্গ সমাচার

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন

জরুরী বিজ্ঞপ্তি :
জেলা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের পরিবারে যুক্ত হতে আপনার সিভি পাঠিয়ে দিন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়। বিজ্ঞাপনের জন্য  ইমেইল করুন bongosamacharnews@gmail.com এই ঠিকানায়।

নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর গ্রেফতার চোর

অনলাইন ডেস্ক :

জাপানের এক ব্যাক্তি একটি দুটো নয়, নারীদের ৭০০ অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন লন্ড্রি থেকে তিনি এই অন্তর্বাসগুলো চুরি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী ওই ব্যাক্তির নাম তেতসুয়ো উরাতা। সম্প্রতি এক লন্ড্রি থেকে ৬ জোড়া প্যান্টি চুরি করতে গিয়ে ধরা পরেন। এরপরই বেড়িয়ে আসে তার অন্তর্বাস চুরির যতো ইতিহাস।

ধরা পড়ার পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৭৩০টি অন্তর্বাস পাওয়া যায়। তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন।

তার বাড়িতে পাওয়া অন্তর্বাসের ছবি অনলাইনে শেয়ার করেছে পুলিশ। এতে দেখা গেছে, বাড়ির মেঝেতে শত শত অন্তর্বাস বিছানো রয়েছে। এরপরই ওই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তাতে নানা রকম মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।

এর আগেও জাপানে অন্তর্বাস চুরির একটি ঘটনা ঘটেছিলো। তাকাহিরো কুবো নামের এক ইলেক্ট্রিশিয়ান ৪২৪টি অন্তর্বাস চুরি করেছিলেন। এরমধ্যে কিশোরীদের সুইমস্যুটও ছিলো। যুক্তরাষ্ট্রেও একজনকে অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হতে হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পূর্বানুমতি ব্যাতিত এই সাইটের কোন লেখা, ছবি বা ভিডিও ব্যাবহার করা নিষিদ্ধ।
Design & Developed BY ThemesBazar.Com