রবিবার, ০৪ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
বিজনেস ডেস্ক :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৪০ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬১১ ও ১৫৫৬ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭১ পয়েন্ট। সূচকটি ২০ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করে।
Leave a Reply