রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজনেস ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।
এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ২৫৩৩ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৩৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।
Leave a Reply