রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
এশিয়ান গেমসকে সামনে রেখে অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। আর এসব অভিযানে ৩১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি একে অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ায় এ বিষয়ে পর্যবেক্ষণ করেছে।
মানবাধিকার সংস্থাটি বলছে, ওই সময়ে দেশটিতে ৩১ টি নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে এশিয়ান গেমসের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
অ্যামনেস্টির ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, মানবাধিকার বিসর্জন দিয়ে কখনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতে পারে না।
এ হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি।
Leave a Reply