শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির নেতা ও দেশটির তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
সম্প্রতি শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে নয় সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ আগস্ট বুধবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন।
Leave a Reply